বাঙালি মানেই তাদের খাবারের মেনুতে মাছ, মাংস আর ডিমের কোনো না কোনো কিছু থাকতেই হবে।

এর মধ্যে যেকোনো একটা না থাকলে যেনো তাদের খাওয়াটাই সম্পূর্ণ হয়না।

এবার বাড়িতে দুর্দান্ত একটি রেসিপি (Recipe) বানিয়ে চমকে দিন সকলকে।

তাই স্বাদ বদলাতে বাড়িতে বানিয়ে নিন দুর্দান্ত ডিমের কাশ্মীরি কোর্মা।

চলুন দেখে নিই কিভাবে তৈরি করবেন এই রেসিপি (recipe)।

উপকরণ:

ডিমের কাশ্মীরি কোর্মার উপকরণ ৪-৫টা ডিম, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা,

কাজুবাদাম বাটা, পোস্ত বাটা, ২টো তেজপাতা, গোটা গরম মশলা, টক দই, পরিমাণমতো ঘি ও তেল,

গরম মশলা গুঁড়ো, কিশমিশ, কয়েকটা কাঁচা লঙ্কা, স্বাদ অনুযায়ী নুন ও চিনি, গোলমরিচ গুঁড়ো।

প্রণালী:

ডিমগুলো সেদ্ধ করে নিন। খানিকটা পেঁয়াজ কুচি ভাল করে ভেজে বেরেস্তা করে রাখুন। এর পর কড়াইতে তেল এবং ঘি একসঙ্গে গরম করে, এর মধ্যে গোটা গরম মশলা এবং তেজপাতা ফোড়ন দিন।

এর মধ্যে দিয়ে দিন পেঁয়াজ কুচি। পেঁয়াজ হালকা ভাজা হয়ে এলে, একে একে পেঁয়াজ বাটা, আদা ও রসুন বাটা দিয়ে নাড়তে থাকুন। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে, একে একে দিয়ে দিন কাজুবাদাম বাটা ও পোস্ত বাটা। মশলা ভাল করে কষান।

মশলা থেকে তেল ছেড়ে এলে সামান্য গরম জল দিন। গ্রেভি ফুটে উঠলে দই ভাল করে ফেটিয়ে দিয়ে দিন। নেড়েচেড়ে মিশিয়ে নিন সমস্ত উপকরণ। গ্রেভি আরও কিছুক্ষণ ফুটতে দিন।

এই সময়ে কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিন। এ বার সেদ্ধ ডিমের গায়ে ছুরি দিয়ে আলতো করে কেটে ঝোলের মধ্যে দিয়ে দিন। খানিকক্ষণ ফোটানোর পর কিশমিশ এবং গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিন।

নাড়াচাড়া করে মেশান ভাল ভাবে। সবশেষে উপর থেকে ছড়িয়ে দিন বেরেস্তা। ব্যস, তৈরি হয়ে গেল ডিমের কাশ্মীরি কোর্মা!

আরো পড়ুন: Meenakshi Mukherjee: সব ভুলে নতুন জীবনের দিকে এগোচ্ছে মীনাক্ষী, কাশ্মীর ভ্রমণই তার পূর্বাভাস

ছবি: গুগল

By Torsha