হুমকি দিয়েও ক্ষান্ত হয়নি।এবার বিজেপি প্রার্থীর ভাইকে অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।পঞ্চায়েত ভোটের আবারো উত্তপ্ত মালদার (Malda) ইংরেজবাজার।

ইংরেজবাজারের ২৭ নম্বর পঞ্চায়েত সমিতিতে বিজেপির প্রার্থী হয়েছেন নিমাই সিংহ।অভিযোগ, নিমাইবাবুর মনোনয়ন প্রত্যাহারের জন্য রবিবার সকাল থেকে শাসকদলের লোকজন দলে দলে তাঁর বাড়িতে গিয়ে হুমকি দিতে থাকে।বিকেল সাড়ে পাঁচটে নাগাদ শাসকদলের কিছু লোক নিমাইবাবুর ভাই প্রসেনজিত্‍ সিংহকে বাড়ি থেকে মারতে মারতে আমবাগানে নিয়ে যায় বলে অভিযোগ।সেখান থেকে রাস্তায় পৌঁছে একটি লাল গাড়িতে করে প্রসেনজিতবাবুকে অপহরণ করে পালায় তারা। খবর পেয়ে ওই এলাকায় যান ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী।

কিন্তু জেলা প্রশাসন কিংবা পুলিশ অপহরণের পর কোনো পদক্ষেপ না নেই না।তারপরই এই বিষয়ে লিখিতভাবে অভিযোগ জানানো হয় রাজ্যপালকে।এরপর খবর পেয়ে ঘটনাস্থলে যান ইংরেজবাজার থানার পুলিশ।শুরু হয় তদন্ত।এখন এই ঘটনা কোন দিকে মোড় নেয়,সেটাই দেখার!

 

আরো পড়ুন:Panchayet Election:নির্বাচনের লড়াইয়ে এক ইঞ্চি জমি ছাড়তে বামেরা!শুরু দেওয়াল লিখন প্রক্রিয়া