সামনেই রথযাত্রা (Rath Yatra)!তার আগে রথ তৈরিতে ব্যস্ত ছুতোর মিস্ত্রিরা!

আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন তারপর রথযাত্রা উৎসবে মেতে উঠবে নীলাচল ধামের পাশাপাশি গোটা বাংলার মানুষ।তাই এখন থেকেই রথ তৈরি করতে কোমর বেঁধে নেমে পড়ল মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকার ছুতোর মিস্ত্রিরা।জানা গিয়েছে,এক এক জন মিস্ত্রি প্রায় ৫০ টা করে রথ তৈরি করে চলেছে।

মূলত,একটা সময় ছিল যখন রথযাত্রার আগে ছেলেমেয়েরা নিজেরাই রথ তৈরি করে সেই রথ নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াতো।তবে এখন সময়ের সাথে সাথে যুগ পরিবর্তন হচ্ছে,তাই বাচ্চা ছেলেরা নিজেরা এখন রথ তৈরি করে না বরং তারা রথের জন্য বায়না করে বাবা-মায়ের কাছে।তাই বাধ্য হয়ে রথ এখন ফার্নিচারের দোকান থেকেই কিনে আনতে হয়।তাই মুর্শিদাবাদের বিভিন্ন অলিগলিতে রংবেরঙের ছোট ছোট কাঠের রথ,রথ যাত্রার দিন শোভা বাড়াতে এখন থেকেই রথ তৈরিতে ব্যস্ত মুর্শিদাবাদের ছুতোর মিস্ত্রিরা।

 

আরো পড়ুন:Malda:টাকার বিনিময়ে টিকিট বিলি করার অভিযোগ উঠল এলাকার বিধায়কের নামে!অভিযোগ ভিত্তিহীন, দাবী বিধায়কের