বেশ অনেকদিন দাঁতে দাঁত চেপে লড়াই করেছিল “মেয়েবেলা” (Meyebela) ধারাবাহিক, হাল ছাড়েননি মেয়েবেলা টিম। কিন্তু শেষ পর্যন্ত রণে ভঙ্গ দিতে হলো তাদের। রূপা গাঙ্গুলির কামব্যাক সিরিয়াল এবং বেশ অন্য ধাঁচের গল্প হিসেবে ভালোই মন জয় করে নিয়েছিল এই ধারাবাহিক। কিন্তু হঠাৎই বিপর্যয়।
রূপার চলে যাওয়ার পর থেকেই টিআরপি কমতে শুরু করে এবং মেয়েবেলার (Meyebela) স্লট কেড়ে নেয় নতুন ধারাবাহিক সন্ধ্যাতারা। যদিও এই ধারাবাহিককে ৫টার স্লট দেওয়া হয়। কিন্তু আর বেশিদিন গল্প এগিয়ে নিয়ে যাওয়া হলো না মেয়েবেলার।
সুমন ফেসবুকে লিখলেন, ‘অনেকদিন পরে একটা মনের মতো শো পরিচালনা করতে পেরে খুব ভালো লাগছিল। কিন্তু সেটা এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ভাবিনি। যাই হোক, ভালো জিনিস কম হলেই ভালো। সেটা মনে থেকে যায়। আর মানুষও বিরক্ত হয় না। থ্যাঙ্ক ইউ সুরিন্দর ফিল্মস, থ্যাঙ্ক ইউ মেয়েবেলার সমস্ত আর্টিস্টদের। থ্যাঙ্ক ইউ স্টার জলসাকে।’ এই পোস্ট সামনে আসতেই মন ভেঙেছে এই ধারাবাহিকের ভক্তদের।
একজন কমেন্টে লিখলেন, ‘আমি এখনও ভাবতে পারছি না। এই দায় দর্শকদেরই নিতে হবে। পরকীয়া না দেখালে যদি কোনও শো-র টিআরপি না ওঠে, তাহলে দর্শকদের পছন্দ নিয়ে প্রশ্ন তোলার সময় এসেছে। বেকার বাংলা সিরিয়ালকে ট্রোল করে লাভ কী! এই জন্যই তো মেয়েবেলা-র মতো একটা ভালো গল্পকে বন্ধ হয়ে যেতে হল।’
আরেকজন লিখলেন, ‘গুড্ডির মতো একটা ধারাবাহিক এখনও চলছে, সেখানে মেয়েবেলা বন্ধ হচ্ছে। সত্যি কিছু বলার নেই আর।’
তৃতীয়জন লিখলেন, ‘মেয়েবেলা বন্ধের দায় রূপা গঙ্গোপাধ্যায়ের উপরেও বর্তায়। উনি হাঠাৎ করে একদিন সিরিয়াল না করা ঠিক করলেন। একবার ভাবলেন না কতগুলো মানুষের কাজ যাবে। সত্যিই কিছু বলার নেই। আর দেখব না স্টার জলসার কোনও সিরিয়াল।’
চতুর্থজনের মন্তব্য, ‘নোংরামো ছাড়া প্রথম কোনও সিরিয়াল দেখছিলাম। ভাবিনি এরকম পরিণতি হবে। গল্পটাও ঠিক করে শেষ করার সুযোগ পেল না। মৌ-ডোডোর রসায়নও দেখতে পেলাম না।’
আরো পড়ুন: Recipe: গরমের দিনে অতিথি আপ্যায়ন করুন ঘরে বানানো কোল্ড কফি দিয়ে
Image source-Google