আবহাওয়া বিজ্ঞানীদের আশঙ্কাকে সত্যি করে গতকাল বৃহস্পতিবার সন্ধেবেলাতেই গুজরাট উপকূলে আছড়ে পড়ে সুপার সাইক্লোন ‘বিপর্যয়‘(Biporjoy)।

গতকাল রাত থেকেই বিধ্বংসী রূপ ধারণ করে রাজ্যজুড়ে রীতিমতো তাণ্ডব চালায় এই ঘূর্ণিঝড়। এদিকে ক্ষয়ক্ষতি হয়েছে বহু।

আজ শুক্রবার এনডিআরএফ-এর তরফে জানানো হয়েছে, ‘গুজরাটে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়ের’-এর (Biporjoy) আঘাতে ২৩ জন আহত ও ২৪টি গবাদি পশুর মৃত্যু হয়েছে। এছাড়া ঘূর্ণিঝড় আঘাত হানার আগেই প্রাণ হারিয়েছে ২ জন।’

এদিন সকাল থেকেই রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি অব্যাহত রয়েছে। একাধিক জায়গায় ভেঙে পড়েছে গাছ, বিদ্যুতের খুঁটি। সেইসঙ্গে সমুদ্র উত্তাল রয়েছে। উঁচু উঁচু ঢেউ আছড়ে পড়ছে উপকূলে।

অন্যদিকে, রাজ্যের এই অবস্থা দেখে মানুষ হাহাকার করছেন। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হচ্ছে। যেখানে দেখা যাচ্ছে, এনডিআরএফ-এর কর্মীরা কচ্ছের লখপাতে রাস্তা পরিষ্কার করছে। ভেঙে পরা গাছকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন তারা।