আর মাত্র কয়েকদিন, তারপরই পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election)! ইতিমধ্যে শেষ হয়েছে মনোনয়নপত্র দাখিলের কাজও।
আর সেসবের মধ্যেই গতকাল রাত্রে মূর্শিবাদের বড়ঞার সৈয়দপাড়া গ্রামে থাকা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে দলীয় সমস্ত ব্যানার, ফেস্টুন খুলে নিয়ে তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীরা কংগ্রেসে চলে যাচ্ছে বলেই জানালেন বড়ঞার ব্লক সভাপতি আজাদ মল্লিক।
যদিও দলের কার্যালয় থেকে সমস্ত চিহ্ন মুছে ফেলার পরেই কার্যত ব্যাপক অস্বস্তিতে পড়ে গিয়েছে ওই এলাকার শাসক শিবির নেতৃত্ব। তবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের গ্রামে থাকা দলীয় কার্যালয়টি কংগ্রেসের হাতে চলে যাওয়ার পর গ্রামে দলীয় প্রভাব বেশি বাড়বে বলে মনে করছেন ওই গ্রামের তৃণমূল পঞ্চায়েত সদস্য-সহ বড়ঞা ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি মাহে আলম।
আরো পড়ুন:Weather Update: গরমে তোলপাড় দক্ষিণবঙ্গ! কবে থেকে শুরু হবে স্বস্তির বৃষ্টি?