বাঁকুড়ার (Bankura) সোনামুখী ব্লকের পাঁচাল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খাঁগ গ্রামের কাঁচা রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল দশায় পড়েছিল!একটু বৃষ্টি হলেই জল জমে যেত সেখানে।রাস্তা পারাপার করতে সমস্যায় পড়তে হতো স্থানীয় গ্রামবাসীদের।স্থানীয় গ্রামবাসীদের কথায়, বারংবার এই বিষয়ে প্রশাসনকে জানানোর পর অবশেষে গ্রামে পিচ রাস্তার কাজ শুরু হয়েছিল।কিন্তু কাজ শুরু হলেও সেই রাস্তা ফাটল ধরেছে।অভিযোগ,ইঞ্জিনিয়ারকে জানিয়েও কোনো লাভ হয়নি।

তাই গ্রামবাসীদের দাবি,অবিলম্বে নতুন করে এই রাস্তাটি যেনো আবার পুনরায় তৈরি করা হয়।

এদিকে এই ঘটনায় বিজেপি কাঠগড়ায় দার করিয়েছে তৃণমূলকে।ইচ্ছা করে তৃণমূল এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি তাদের।

সব মিলিয়ে পঞ্চায়েত ভোটের আগে এই ঘটনায় ক্রমশ উত্তেজনা ছড়িয়েছে খাঁগ গ্রামে।এখন এই ঘটনায় পঞ্চায়েতে ভোটে কোনো প্রভাব পড়ে নাকি,সেটাই দেখার!

 

আরো পড়ুন:WTC Final: ‘অন্যরকম ভাবে খেলতে হবে’, বার্তা রোহিতের