বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC Final) ফাইনালে রাজনীতি! ওভাল স্টেডিয়ামের ভিতরে দেখা গেল বিজেপির পতাকা। গেরুয়া শিবিরের গেরুয়া পতাকা ভারতের জাতীয় পতাকাকে শোভিত করে। হৈচৈ পড়ে যায় নেট দুনিয়ায়।
বিশ্বের কোথাও ভারতীয়দের অভাব নেই। ফলে ভারতীয় দল যেখানেই যায় সেখানেই বিপুল সমর্থন পেয়ে থাকে। ভারতের অধিকাংশ স্টেডিয়ামে দর্শক সংখ্যাগরিষ্ঠ। রাজনৈতিক বার্তা প্রেরণের প্ল্যাটফর্ম হিসাবে ক্রিকেট মাঠ ব্যবহার করার অনেক উদাহরণও রয়েছে। কিন্তু বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালের (WTC Final) মতো মঞ্চে এভাবে রাজনীতিতে জড়ানো বিরল।
ছবিটি মূলত সাংবাদিক রাজদীপ সরদেশাই একটি টুইটে তুলেছিলেন। ওভাল স্টেডিয়ামে পিপলস পার্টির পতাকার ছবি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। বস্তুত বিজেপি বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল বলে দাবি করে। গেরুয়া শিবির দাবি করেছে ভারত ও বিদেশে তাদের অনুগামী রয়েছে। কেউ কেউ রসিকতা করেছেন যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বিজেপির পতাকা সেটারই প্রমাণ।
যাইহোক, রসিকতা এখানেই থামেনি। নেট দুনিয়ায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। কেউ বলেছেন, রাজনৈতিক তথ্য জানাতে প্রতিযোগিতার মঞ্চ ব্যবহার না করাই ঠিক।” কেও কেও আবার বলেছেন, ভারত হারলে বুঝতে হবে বিজেপির পতাকাই তার প্রমাণ। তবে, কেউ কেউ নরেন্দ্র মোদীর (Narendra Modi) জন্য গর্বে বুক ঢাকতে শুরু করেছেন। তাদের বক্তব্য, মোদিজিই বস সেটা আবারও প্রমাণিত হল।
আরও পড়ুন:Weather Update: অবশেষে স্বস্তি! শুক্রবারের মধ্যে বৃষ্টির সম্ভবনা দেশের দুই প্রান্তে