সপ্তাহজুড়ে তাপপ্রবাহের পরিস্থিতি। উত্তরবঙ্গের মালদহ, উত্তর, দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি হয়েছে। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর ছাড়া দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহ চলবে। তবে এই নিয়ে সামান্য আশার আলো দেখাল হাওয়া অফিস (Weather Update)। কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া উটলিমার কর্ণধার আবহাওয়া বিশেষজ্ঞ (Weather Update) রবীন্দ্র গোয়েনকা (Rabindra Goyenka) জানিয়েছেন, কলকাতা ও নিউটাউনে তাপপ্রবাহের মতো অস্বস্তিকর পরিস্থিতি অব্যাহত থাকবে।
👉বৃষ্টি: বিচ্ছিন্ন স্বল্প সময়ের মাঝারি
👉মেঘলা: হালকা থেকে মাঝে মাঝে মেঘলা
👉বাতাসের গতি: হালকা থেকে মাঝারি
👉 বায়ু: পশ্চিম থেকে দক্ষিণ দিকে
👉 বজ্রপাত: বিচ্ছিন্ন মাঝারি
👉উষ্ণ: উচ্চ
👉আদ্রঃ খুব উচ্চ
👉 আরাম: খুব খারাপ
পূর্বাভাস বলছে, শনিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া এবং হুগলিতে। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে তাপপ্রবাহের পরিস্থিতি। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠবে এই জেলাগুলিতে।
তবে এখন সব থেকে বড় প্রশ্ন বাংলায় তথা দেশের প্রতিটি প্রান্তে বর্ষা প্রবেশ করবে কবে?
আরও পড়ুন:Manipur:মণিপুরে ফের গুলির লড়াই!বিএসএফ সদস্যের মৃত্যু