বাঁকুড়ার (Bankura) গঙ্গাজলঘাটি থানা ঘেরাও ও ডেপুটেশন কর্মসূচি গ্রহণ ভারত জাকাত মাঝি পরগানা মহলের তরফে!কেন এমন কর্মসূচী?কারণ জানালেন, খোদ ভারত জাকাত মাঝি পরগানা মহলের নেতা বাবুনাথ টুডু।
বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের কুইলাপাহাড়ী গ্রামে মাঝি বাবা শিবরাতি মুর্মু-কে গঙ্গাজলঘাটি থানায় ডাকে পুলিশ। আর এরপরই পুলিশের চাপে আত্মহত্যা করেন শিবরাতি। রবিবার এহেন ঘটনার অভিযোগ তুলে গঙ্গাজলঘাটি থানা ঘেরাও করা হয় ও ডেপুটেশন দেওয়া হয় ভারত জাকাত মাঝি পরগানা মহলের তরফে।
উল্লেখ্য, রাস্তা নির্মাণের জন্য স্থানীয় সমস্যার কিছু কারণে গঙ্গাজলঘাটি থানায় ডেকে পাঠানো হয় শিবরাতি মুর্মু-কে। অভিযোগ, এক পুলিশ অফিসার তাকে শারিরীক ও মানসিক নির্যাতন করেন। আর এরপরই আত্মহত্যা করেন তিনি। তার এমন অস্বাভাবিক মৃত্যুতে রবিবার গঙ্গাজলঘাটির দেশুড়িয়ার মোড় থেকে প্রতিবাদ মিছিল করে গঙ্গাজলঘাটি থানার সামনে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা এবং পরে তাদের একটি প্রতিনিধি দল থানায় ডেপুটেশনের জন্যও যায়। এদিনের এই কর্মসূচি নিয়ে নিজস্ব বক্তব্য রাখেন ভারত জাকাত মাঝি পরগানা মহলের নেতা বাবুনাথ টুডু।
বলা বাহুল্য, এহেন ঘটনা যে পুলিশের কার্যকরীতাকে এক বিরাট প্রশ্নের মুখে দাঁড় করাল, তা বোঝাই যাচ্ছে।
আরো পড়ুন:Basirhat:করমন্ডলে নিখোঁজ!চিন্তায় গোটা পরিবার