‘দ্যা কেরালা স্টোরি’ এর পর আবারো আসতে চলেছে এই ধারার একটি ছবি যার নাম ‘৭২ হুরেঁ’(72 Hoorain)। চলতি বছরে ৭ই জুলাই মুক্তি পাবে এই ছবি। রবিবারই মুক্তি পেয়েছে ছবির টিজার। আর তারপর থেকেই এই ছবি এখন চর্চার বিষয় হয়ে উঠেছে।
টিজারের ফার্স্ট লুকেই দেখা যাচ্ছে ওসামা বিন লাদেন, আজমল কাসাব, ইয়াকুব মেনন, মাসুদ আজহার, হাফিজ সইদের মতো কুখ্যত সন্ত্রাসবাদীদের কথা। ব্যাকগ্রাউন্ডে ভয়েস ওভারে শোনা যাচ্ছে, ‘আপনি যে জিহাদের পথ বেছে নিয়েছেন, তা আপনাকে সোজা জন্নাতের (স্বর্গ) দিকে নিয়ে যাবে, কুমারী মেয়েরা চিরকাল আপনার থাকবে।’
পরিচালক সঞ্জয় পুরাণ সিংয়ের কথায়, ‘দুষ্কৃতীরা ধীরে ধীরে মনের মধ্যে বিষ ঢালেন, আর তাতেই সাধারণ মানুষ আত্মঘাতী জঙ্গীতে পরিণত হন। এই আত্মঘাতী জঙ্গীরা সন্ত্রাসবাদীদের মগজধোলাইয়ের শিকার। তাঁরা এই ৭২ জন কুমারীর একটি মারাত্মক মায়াজালে আটকা পড়েন, আর ধ্বংসের পথে হাঁটা শুরু করেন, শেষ পর্যন্ত একটা ভয়ঙ্কর পরিণতির মুখোমুখি হন।’
‘৭২ হুরেঁ’ (72 Hoorain) ছবির সহ-প্রযোজক অশোক পণ্ডিত বলেন, ‘এই ছবিটি অবশ্যই আপনাকে সমাজের প্রচলিত কিছু বিশ্বাস নিয়ে চিন্তা করতে বাধ্য করবে। যেগুলি শুধুমাত্র কল্পনা প্রসূত। যার সঙ্গে বাস্তবের আদৌ কোনও সম্পর্ক নেই। কীভাবে এই বিষয়গুলি শুধুমাত্র মগজ ধোলাই হিসাবে ব্য়বহার করে জিহাদের নামে বহু ছেলেমেয়েকে সন্ত্রাসবাদীতে পরিণত করছে।’
‘৭২ হুরেঁ’ ফার্স্টলুক টিজার প্রকাশ্যে আসা মাত্রই ‘দ্য কাশ্মীর ফাইলস’ খ্যাত পরিচালক বিবেক অগ্নিহোত্রী ছবির সহ প্রযোজক অশোক পণ্ডিত ও পরিচালক সঞ্জয় পুরাণ সিংকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘শুভেচ্ছা রইল, এই ছবিটি সিনেমা হলে কাঁপিয়ে দেবে।’
Image source-Google