৩০ শে মে,২০১৩ এ সকলকে ছেড়ে বিদায় নেয় পরিচালক ঋতুপর্ণ ঘোষ (Rituparno Ghosh)। বাংলা ইন্ডাস্ট্রির জগৎ থেকে যেনো হঠাৎই খসে পড়ে এক উজ্জ্বল নক্ষত্র। তার চলে যাওয়ার ১০ বছর পূর্ণ হলেও এখনও তা মেনে নিতে পারেনা বাংলা ইন্ডাস্ট্রির অনেকেই। তাদের মধ্যে অন্যতম হলেন সৃজিত মুখোপাধ্যায়, রূপা গঙ্গোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায় ও অভিজিৎ গুহ। ঋতুর (Rituparno Ghosh) স্মৃতিচারণ করে কি বললেন তারা? চলুন দেখে নিই।
সৃজিত মুখোপাধ্যায় এই বিষয়ে বলেন, ‘সকাল ছয়টা নাগাদ ফোন করে মহাভারত থেকে এখনকার সময় পর্যন্ত একটা সার্বিক আলোচনা করতে পারত ঋতুদা। সেখানে যেমন গভীর তত্ত্ব আলোচনা করার বিষয় থাকত তেমনই আবার জিজ্ঞেস করত এই কে কার সঙ্গে প্রেম করছে রে? ওঁর এই বিষয়টা আমার দারুণ লাগত।’
ঋতুপর্ণের স্মৃতি প্রসঙ্গে রূপা গঙ্গোপাধ্যায় বলেন, ‘ঋতু ভীষণ ঝগড়ুটে ছিল। কিন্তু ভালোবাসতে পারত ভীষণ। ঋতু মানুষই ছিল সে চলে যাওয়ার পর তাকে দেবতা বলার কারণ নেই।’ কৌশিক গঙ্গোপাধ্যায় আবার অন্য কথা বলেন। তাঁর কথা অনুযায়ী, ‘ঋতুদা হেনস্থা করলেও ভালোবাসত। আবার না বাসলেও হেনস্থা করত। ঋতুদা যা বলতো সেটার ট্রমাটার দরকার আছে।’ অভিজিৎ গুহর মতে, ‘ও পুরো দুরন্ত বাচ্চার মতো ছিল। খালি হাতে পায়ে ছটফট করে না এটুকুই যা ছিল!’
আরো পড়ুন: Basirhat:কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ সভা শাসক দলের!অংশগ্রহণে একাধিক তৃণমূল নেতৃত্ব-সহ গ্রামবাসীরাও
Image source-Google