এক দেশের সঙ্গে অন্য দেশের সংঘাত যতই হোক না কেন, সাধারণ মানুষের মর্মান্তিক মৃত্যু রাষ্ট্রনেতাদেরো শোকাহত করে।

শুক্রবার সন্ধেয় বালেশ্বরে পরপর তিনটি (Train Accident) ট্রেনের ধাক্কায় এখনও পর্যন্ত ২৮৮ জন মানুষ প্রাণ হারিয়েছেন।আহত হাজারের বেশি।

যে রেল দুর্ঘটনারদুর্ঘটনার খবরে স্তম্ভিত বিশ্বের একাধিক দেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিরা। টুইট করে দুঃখপ্রকাশ করেছেন তাঁরা। বালেশ্বরের (Train Accident) দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।

সহানুভূতি প্রকাশ করেছেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে দুঃখপ্রকাশ করেছেন তিনি।

শোকপ্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল,

অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ইয়ং, শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী আলি সবরি ও তাইওয়ানের রাষ্ট্রপতি সাই-ইং ওয়েন। তুরস্ক, চিন, জাপানের তরফেও সমবেদনা জানানো হয়েছে মৃতদের পরিবারের জন্য।