দীর্ঘদিনের লড়াই শেষে অবশেষে মিলল জাতি সংশাপত্র ও সরকারি পরিষেবা!বসিরহাটের (Basirhat) সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের কালিতলা গ্রাম পঞ্চায়েতের চার নম্বর সামশেরনগর আদিবাসী পাড়া এলাকায় বসবাসকারী আদিবাসী সম্প্রদায়ের ৭০টি পরিবারের মানুষের অভিযোগ ছিল যে তারা দীর্ঘদিন ধরে লক্ষ্মীর ভান্ডার, জয় জওহর ও বার্ধক্য ভাতা-সহ একাধিক সরকারি সমস্ত সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। আর এবার সেই খবর জানতে পেরেই নড়ে-চড়ে বসে হিঙ্গলগঞ্জ ব্লক প্রশাসন।

এরপরই হিঙ্গলগঞ্জের বিডিও শাশ্বত প্রকাশ লাহিড়ি ও বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকরা এলাকার মানুষের সঙ্গে কথা বলেন এবং তারপর দুয়ারে বিডিও ক্যাম্পও বসে। সেখানে এলাকার মানুষ অভিযোগ জানিয়ে আবেদন করায় ১৫ দিনের মধ্যেই সুফল মিলবে বলেই খবর।

এই সরকারি সুযোগ-সুবিধাগুলি পেয়ে কার্যত বেজায় খুশি ওই এলাকার আদিবাসী পরিবারগুলি।

 

আরো পড়ুন:ED: ‘কালীঘাটের কাকু’র গ্রেফতারের পরই শহরে ইডি ডিরেক্টর!