রাজ্যে পঞ্চায়েত ভোট আসন্ন।তাঁর আগে স্বস্তি জাগিয়ে পয়লা তারিখেই ফের কমল রান্নার গ্যাসের দাম (LPG Price)।

আসলে প্রতিমাসের শুরুতেই বিভিন্ন ক্ষেত্রে নানান পরিবর্তন আনা হয়। এই সকল পরিবর্তনের ফলে বিভিন্ন জিনিসের দাম কমতে দেখা যায় অথবা বাড়ে। প্রতিমাসে দাম বাড়া কমার তালিকায় প্রথমেই যেটির নাম আসে তা হল রান্নার গ্যাস।এবার এই দামে ঘটলো আমূল পরিবর্তন।

ওয়েল মার্কেটিং সংস্থার তরফে জানানো হয়েছে, ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৮৫ টাকা কমানো হল।অর্থাৎ এবার থেকে কলকাতায় ১৯ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে খরচ হবে ১৮৭৫ টাকা ৫০ পয়সা।আজ থেকেই কার্যকর হচ্ছে এই নতুন গ্যাসের দাম।

এই সিলিন্ডার মূলত হোটেল, রেস্তেরাঁ-সহ ব্যবসায়িক ক্ষেত্রগুলিতে ব্যবহার করা হয়ে থাকে।

তবে বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমানো হলেও বাড়িতে ব্যবহৃত রান্নার গ্যাসের সিলিন্ডারের দামে কোনো হেরফের হয় নি।১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম আগে যা ছিল,তাই বরাদ্দ রয়েছে।

 

আরো পড়ুন:Bank Holiday:হয়ে যান সতর্ক!জুনে প্রায় অর্ধেক দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক