সীমান্তে উদ্ধার বিদেশি কুকুর ও বিড়াল!পলাতক পাচারকারী!এদিন উত্তর ২৪ পরগনার বসিরহাট (Basirhat) জেলার স্বরূপনগর থানার ভারত-বাংলাদেশ কৈজুড়ি গ্রাম পঞ্চায়েতের গাবড্ডা সীমান্ত হয়ে ভারতে আনা হয়েছিল একজোড়া বিদেশি কুকুর ও একটি বিড়াল ছানা।ভারতীয় জওয়ানদের তৎপরতার প্রাণীগুলোকে উদ্ধার করা সম্ভব হয়।

সূত্রের খবর,সীমান্তের ১৫৩ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা টহল দেওয়ার সময়,সীমান্তের জিরো পয়েন্টে একজোড়া বিদেশি কুকুর ও একটি বিড়াল ছানা খাঁচা বন্দি অবস্থায় পড়ে থাকতে দেখে তারা।এরপরই প্রাণীগুলোকে উদ্ধার করে তেঁতুলিয়ার শুল্ক দপ্তরের হাতে তুলে দেয় কর্তব্যরত জওয়ানরা।

জানা গিয়েছে,এদিন উদ্ধার হওয়া বিদেশি কুকুরের মধ্যে ছিল জার্মানি প্রজাতির কুকুর রটওয়েলার।এই কুকুরগুলো মূলত শীত প্রধান দেশে দেখা যায়।থাইল্যান্ড মালয়েশিয়া বাংলাদেশ ও ভারতীয় বাজারে এর দাম কয়েক লক্ষ টাকা।

এছাড়াও হিমালয়ান পারসিয়ান প্রজাতির একটি বিড়াল ছানাও উদ্ধার হয়েছে এদিন।যেটি আমেরিকা,থাইল্যান্ড,ইরানে বেশিরভাগ দেখা যায়।

এদিন খাঁচা বন্দি অবস্থায় বিদেশি কুকুর,বিড়াল উদ্ধার হলেও পাচারকারী পলাতক।তার খোঁজে ইতিমধ্যেই তল্লাশি চলছে।

তবে এখন একটাই প্রশ্ন,সীমান্তে এতো কড়া নজরদারি এড়িয়ে কিভাবে বিদেশি কুকুর ও বিড়াল এদেশে এলো?তাহলে কি নজরদারিতে কোনো গাফিলতি আছে?নাকি সর্ষের ভিতরে ভুত লুকিয়ে আছে?

 

আরো পড়ুন:Education System:বদলে গেল স্নাতক ডিগ্রির পঠন-পাঠনের নিয়ম!এবার তিন নয়, লাগবে চার বছর