৩০ শে মে,২০১৩ এ সকলকে ছেড়ে বিদায় নেয় পরিচালক ঋতুপর্ণ ঘোষ (Rituparno Ghosh)। বাংলা ইন্ডাস্ট্রির জগৎ থেকে যেনো হঠাৎই খসে পড়ে এক উজ্জ্বল নক্ষত্র। তার চলে যাওয়ার ১০ বছর পূর্ণ হলেও এখনও তা মেনে নিতে পারেনা বাংলা ইন্ডাস্ট্রির অনেকেই। তাদের মধ্যে অন্যতম হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত এবং টোটা রায়চৌধুরী।
নিজের গাইড, বন্ধু এবং ফিলোজফার মনে করতেন ঋতুকে প্রসেনজিৎ। তার চলে যাওয়াটা যেনো আজও তার কাছে বিভীষিকা। তাও ঋতু (Rituparno Ghosh) যেখানে আছে সেখানে যেনো ভালো থাকে সেটাই চান প্রসেনজিৎ।
‘দহন’, ‘উৎসব’-এর কথা মনে করে ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) লেখেন, “ঋতুপর্ণ ঘোষের চলে যাওয়া আমাদের জন্য এক ভীষণ বড় অসম্পূর্ণ ক্ষতি। একজন বাঙালি পরিচালক হয়ে তিনি সারা বিশ্বজুড়ে সম্মান অর্জন করেছিলেন। ‘দহন’, ‘উৎসব’ ওনার সাথে করা আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দু’টি ছবি।
আরও অনেক অনেক কাজ করা বাকি ছিল, দাদা হিসাবে আরও কিছু দিন যদি ওনাকে পেতাম! ওনার স্নেহ, ওনার ভালোবাসা খুব মিস করি। অনেক স্মৃতি ওনাকে ঘিরে। কিন্তু আমার বিশ্বাস ইনি যেখানে গেছেন হয়তো ওখানেও কিছু সৃষ্টি করে যাচ্ছেন। ভাল থেকো ঋতুদা।”
ঋতুপর্ণ ঘোষকে নিজের শিক্ষক মনে করেন টোটা রায়চৌধুরী (Tota Roy Choudhury)। তাঁর কথায়, “শিক্ষক, পথপ্রদর্শক, চলচ্চিত্র প্রতিষ্ঠান…তোমার চলে যাওয়ার পর থেকে জীবন আর আগের মতো নেই। কখনও থাকবেও না। তুমি নেই ১০টা বছর কেটে গেল। কিন্তু আমাদের মনে তোমার ঠাঁই চারকালীন। তুমি যেখানেই আছো ভাল থেকো, শান্তিতে থেকো, ভালবাসায় থেকো। “
আরো পড়ুন: Shreema Bhattacherjee: কার সাথে প্রেম করছেন শ্রীমা? নিজেই জানালেন সেই কথা
Image source-Google