বর্তমানে সোস্যাল মিডিয়ায় মাঝেই কোনো সিনেমা বা সিরিয়ালের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়। ‘অমুক বয়সের মধ্যে সুন্দর স্মার্ট বাচ্চা চাই।’- হামেশাই কোনটা সুন্দর আর কোনটা সুন্দর নয়, তা এভাবেই পোস্টের দ্বারা আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়ে থাকে। এবার এই নিয়ে প্রতিবাদ করলেন অভিনেত্রী পায়েল দে। তিনি রীতিমত এরকম বিজ্ঞাপন দেখে রেগে গেলেন।
অভিনেত্রী পায়েল দে (Payel De) তাঁর সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘প্রতিটা শিশুই সুন্দর। দয়া করে শিশুশিল্পী খোঁজার সময় সুন্দর দেখতে, ইত্যাদি ইত্যাদি পোস্টে উল্লেখ করবেন না। আগে মানুষ হন তারপর কাস্টিং ডিরেক্টর হবেন।’
এই পোস্ট করার পর তাঁর বহু সহকর্মী থেকে শুরু করে সাধারণ তাঁকে সমর্থন জানিয়ে সেটা শেয়ার করেন। অনেকেই এই পোস্টে মন্তব্য করেন। এক ব্যক্তি লেখেন, ‘একদম ঠিক কথা।’ আরেকজন লেখেন, ‘একদম ঠিক, প্রতিটা মানুষ নিজের মতো করে সুন্দর। আলাদা করে সুন্দর শব্দটা ব্যবহার করার অর্থই হল বডি শেম করা।’
এই পোস্টের বিষয়ে আনন্দবাজার তার সাথে যোগাযোগ করলে পায়েল (Payel De) বলেন, ‘আমি এই বিষয়টা নিয়ে অনেকদিন ধরেই ভাবছিলাম। এদিন একটি শিশুশিল্পীর খোঁজে পোস্ট দেখে মনে হল অনেক হয়েছে এবার লিখতে হবে। কাস্টিং ডিরেক্টররা হামেশাই লেখেন সুন্দর দেখতে অভিনেতা/অভিনেত্রী চাই। প্রতিটা মানুষ যার যার মতো করে সুন্দর। শিশুদের জন্য তো এসব একদমই লেখা ঠিক নয়। চরিত্র অনুযায়ী চাহিদা থাকতেই পারে কিন্তু সেট সৌন্দর্যের ভিত্তিতে নয়।’
আরো পড়ুন: Recipe বাড়িতে বানিয়ে নিন সুস্বাদু শাহী পনির
Image source-Google