ধর্মীয় স্থানে পশ্চিমি পোশাক নিয়ে নানা সময় নানা কথা উঠেছে। সম্প্রতি একটি ছবি নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় বিতর্ক। সেখানে স্লিভলেস ক্রপ টপ ও হটপ্যান্ট পরা এক তরুণীকে হিমাচল প্রদেশের এক মন্দিরে দেখা গিয়েছে।

টুইটার ব্যবহারকারীর সাথে সহমত পোষণ করে কঙ্গনা রানাউত (Kangana Ranaut) লিখেছেন, “এগুলো পশ্চিমি পোশাক। তৈরি করেছেন শ্বেতাঙ্গরা। কিন্তু আমি নিজেও এ ধরনের পোশাক পরে ভাটিকানে ঢুকতে পারিনি। হোটেলে গিয়ে আমায় পোশাক বদলে আসতে বাধ্য করা হয়।”

শুধু তাই নয়, কঙ্গনার (Kangana Ranaut) কথায়, “যাঁরা এগুলো পরেন তাঁরা জোকার। রাতে যা পরে ঘুমান সেগুলোই পরে ঘুরে বেড়াতে ভালবাসেন তাঁরা। কারণ আর কিছুই নয়, তাঁরা ভীষণ কুঁড়ে আমার ধারণা। পোশাক বদলানোর ঝক্কি পোহাতে চান না। তবে আমার মতে এঁদের জন্য কড়া নিয়ম আনা উচিত।”

তবে এই বিষয় কথা বলতে বলতেও তিনি পরিচালক প্রযোজক কর্নকে দোষ দিতে ছাড়েননি। তিনি জানান কর্ণের মত পরিচালকরা পশ্চিমের সংস্কৃতিকে বেশি মদত দিয়ে দেশের পরিবেশ কলুষিত করছেন।

আরো পড়ুন: Mamata Banerjee: এগরা বিস্ফোরন কাণ্ডে আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর

Image source-Google

By Torsha