বাজারে আসছে ৭৫ টাকার বিশেষ কয়েন (75 Rs Coin), কেন এই সিদ্ধান্ত? দেশ এখন স্বাধীনতার অমৃতকাল পালন করছে। এই উপলক্ষেই বাজারে আসতে চলেছে ৭৫ টাকার কয়েন। রবিবারই প্রধানমন্ত্রীর হাত দিয়ে এই কয়েনের সূচনা করা হবে।

তবে রবিবার ৭৫ টাকার যে বিশেষ কয়েন চালু করা হবে তা আপাতত অল্পই বাজারে আসবে। সরকার দেখে নিতে চায় নতুন কয়েন নাগরিকেরা স্মারক হিসাবে সংগ্রহে রাখেন, নাকি লেনদেনে ব্যবহার করছেন সেটা বুঝে আগামী দিনে লেনদেনের জন্যও ছাড়া হতে পারে এই কয়েন, এমনটাই আভাস মিলেছে। আইন অনুযায়ী ভারত সরকার সর্বোচ্চ এক হাজার টাকা পর্যন্ত কয়েন বাজারে ছাড়তে পারে। তবে কুড়ি টাকার বড় অঙ্কের কয়েন এখনও ছাড়া হয়নি লেনদেনের জন্য। গত বছর স্বাধীনতার পঁচাত্তর বছর উপলক্ষ্যে ৭৫ টাকার বিশেষ কয়েন বাজারে আনা হয়েছিল।

এই পঁচাত্তর টাকার নতুন বিশেষ কয়েনের এক পিঠের নিচের দিকে লেখা থাকবে ‘সত্যমেব জয়তে’। সঙ্গে অশোক স্তম্ভ। তার নিচে ভারতীয় রুপির প্রতীক ‘₹’ এবং মূল্যমান ‘৭৫’-এর উল্লেখ থাকবে। অন্য পিঠে বাঁ দিকে হিন্দিতে লেখা থাকবে ‘ভারত’ ডান দিকে ইংরিজিতে ‘ইন্ডিয়া’। মাঝখানে ইংরিজিতে লেখা থাকবে ‘পার্লামেন্ট কমপ্লেক্স।’বিশেষ কয়েন এর আগের স্বাধীনতার পঁচিশ, পঞ্চাশ এবং পঁচাত্তর উপলক্ষে ছাড়া হয়েছে। এছাড়াও স্বাধীনতা সংগ্রামী-সহ বিশিষ্টজনে জন্মজয়ন্তী, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যেও বিশেষ কয়েন চালু করা হয়।

 

আরো পড়ুন:Bankura:অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়িতে মরা টিকটিকি!অসুস্থ ২৭ জন শিশু