‘ইডি-সিবিআই বিজেপির শাখা সংগঠনে পরিণত হয়েছে’, বিস্ফোরক অভিযোগ তৃণমূল সাংসদের!রাজ্যের বিভিন্ন দুর্নীতির মামলায় ইডি-সিবিআই-এর তত্‍পরতা যত বাড়ছে, ততই ক্ষোভ বাড়ছে রাজ্যের শাসকদলের নেতা মন্ত্রীদের। নানান সময়ে ইডি-সিবিআই-এর বিরুদ্ধে মুখ খুলতে দেখা যাচ্ছে তাঁদের। আর এবার এজেন্সিগুলিকে আক্রমণ করতে গিয়ে বেফাঁস কথা বলে বসলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডঃ শান্তনু সেন (Santunu Sen)।

বৃহস্পতিবার বাঁকুড়ায় সংবাদ মাধ্যমের সম্মুখীন হয়ে শান্তনু সেন বলেন,-‘ইডি-সিবিআই বিজেপির শাখা সংগঠনে পরিণত হয়েছে’।নিজের বক্তব্যের সমর্থনে বলতে গিয়ে শান্তনু বাবু বলেন,-‘নারায়ণ রানের বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ ছিল,ইডি তদন্ত করছিল। কিন্তু তিনি বিজেপিতে যোগ দিলেন ও কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পরই সেই তদন্ত বন্ধ হয়ে গেল। এমনকি হিমন্ত বিশ্বশর্মার ক্ষেত্রেও তাই।বিজেপি-তে যোগ দিয়ে অসমের মুখ্যমন্ত্রী হওয়ার পর সব তদন্ত বন্ধ হয়ে গিয়েছে।’ আরো একাধিক বিষয়ে মন্তব্য করেন এদিন তিনি।

একইসঙ্গে এদিন শান্তনু সেন উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় সুষমা খানের সঙ্গে দেখা করেন।তাদের বাঁকুড়া শহরের বাড়িতে গিয়ে তাকে দলের পক্ষ থেকে সংবর্ধনা জানান।

ডাঃ শান্তনু ছাড়াও এদিন ঐখানে উপস্থিত ছিলেন বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান অলকা সেন মজুমদার,প্রাক্তন বিধায়ক অরুপ খাঁ সহ প্রমুখরা।

 

আরো পড়ুন:Abhishek Banerjee:বকেয়া টাকা আদায় করতে সাধারণ মানুষকে নিয়ে ‘দিল্লি অভিযানের’ ঘোষণা অভিষেকের