রাস্তায় দাঁড়িয়ে কুড়মিদের সমস্যার কথা শুনলেন, সমাধানের আশ্বাসও দিলেন অভিষেক বন্দোপাধ্যায় (Abhishek Banerjee)।

মঙ্গলবার বাঁকুড়ায় একাধিক কর্মসূচি ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে বাতিল হয় সিমলাপালের সভা।রোড শোর পর খাতড়ার পথে রওনা হন অভিষেক।

এদিকে খাতড়া যাওয়ার পথে পরপর দুটি জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় আটকে দেন এদিন কুড়মি আন্দোলনকারীরা।প্রথমবার বনকাটায় এবং দ্বিতীয়বার জামদায়।দুটি জায়গাতেই আন্দোলনকারীদের সঙ্গে ধৈর্য ধরে কথা বলেন অভিষেক।জামদায় গাড়ি থেকে নেমে কুড়মি আন্দোলনাকরীদের মধ্যে দিয়ে হেঁটেও যান এদিন অভিষেক।

কথা বললেন ২ কুড়মি নেতার সঙ্গে।তাদের অভিষেক বলেন, কুড়মিদের সমস্যা নিয়ে তিনি রাজ্য সরকারের সঙ্গে কথা বলবেন।কিন্তু এভাবে রাস্তা আটকে সমাধান হয় না।

কথা শেষে আবারো খাতড়ার সভার দিকে এগোন অভিষেক।

এখন অভিষেক তার প্রতিশ্রুতি আদেও পূরণ করে নাকি,সেদিকে নজর কুড়মি সম্প্রদায়ের।

 

আরো পড়ুন:HS Result:রাত পোহালেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের ফলাফল!কোথায় কীভাবে দেখবেন জেনে নিন