একাধিক দাবি নিয়ে আদিবাসী সেঙ্গেল অভিযানের ১২ ঘন্টা বাংলা বন্ধ।বন্ধের ব্যাপক প্রভাব এবার পুরাতন মালদায় (Malda)।

সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ ৬ দফা দাবি নিয়ে পুরাতন মালদার ৮ মাইল স্টান্ডে ১২ নম্বর জাতীয় সড়কে প্রথমে জমায়েত হন তারা।এরপর হাতে দলীয় পতাকা,ধামসা মাদল,তীর ধনুক নিয়ে জাতীয় সড়ক অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন মালদার আদিবাসী সেঙ্গেল অভিযানের কর্মী সমর্থকরা।

এদিকে সপ্তাহের প্রথম দিনে জাতীয় সড়ক অবরোধের ফলে তীব্র সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা থেকে শুরু করে স্কুল-কলেজের পড়ুয়ারা।

 

আরো পড়ুন:Abhishek Banerjee:বাঁকুড়ায় অভিষেক, কথা বললেন বজ্রপাতে নিহত ও আহতদের পরিবারের সঙ্গে