কার্বাইড দিয়ে পাকানো ফল বিক্রি রুখতে তৎপর জেলা প্রশাসন!বাজারে হানা মহকুমাশাসক-সহ জেলা প্রশাসন আধিকারিকদের। ঘটনাটি মালদার (Malda)।

কাঁচা লিচু ও কার্বাইড দিয়ে পাকানো আম বিক্রি রুখতে বাজারে হানা জেলা প্রশাসনের। শনিবার সকালে মালদা শহরের আম বাজার ও রথবাড়ি নেতাজি পৌর বাজারে হানা দেন সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং। অভিযানে কার্বাইড দিয়ে পাকানো আম ও কাঁচা লিচু বিক্রি নজরে আসে প্রশাসনিক আধিকারিকদের। পুলিশের হাতে সেই সমস্ত আম ও লিচু তুলে দিয়ে সতর্ক করা হয় বিক্রেতাদের।

উল্লেখ্য, ইতিমধ্যেই সাধারণ মানুষকে সতর্ক করতে জেলা প্রশাসনের তরফে মাইকিং করার কাজ শুরু করা হয়েছে।

 

আরো পড়ুন:Nobel Arrest:প্রতারণার অভিযোগ!গ্রেফতার ‘সারেগামাপা’ খ্যাত গায়ক নোবেল।