কোচবিহারে উলোটপুরাণ, দেখা নেই বৃষ্টির, ব্যাঙের বিয়ে (Frog Wedding) দিলেন গ্রামবাসীরা।

বর্ষা এলেই হবে বৃষ্টি! বৃষ্টির জল পেয়ে সবুজে ভরে উঠবে সবুজের ক্ষেত! এমন হওয়াটা যদিও খুবই স্বাভাবিক। কিন্তু বর্ষা এলেও, যখন বৃষ্টির দেখা মেলে না তখনই মাথায় হাত পড়ে কৃষকদের। আর বৃষ্টির আশায় বিভিন্ন সংস্কারের শরণাপন্ন হয়ে পড়ে প্রকৃতির কাছে অসহায় হয়ে পড়া মানুষজন। আর এবার সেরকমই একটি ঘটনা ঘটতে দেখা গেল কোচবিহার জেলার তুফানগঞ্জে।

এদিন তুফানগঞ্জ ১নং ব্লকের অন্ধরান ফুলবাড়ী ২নং গ্রাম পঞ্চায়েতের উল্লার খেওয়া ঘাট গঙ্গাবারি এলাকায় বৃষ্টির আশাতে ব্যাঙের বিয়ের আয়োজন করলেন গ্রামবাসীরা। সারা রাত ধরে চলে বিয়ের সেই অনুষ্ঠান। মানুষের যেভাবে বিয়ে হয়, ঠিক তেমনভাবেই ব্যান্ড বাজিয়ে পুরোহিত দিয়ে ব্যাঙের বিয়ের আয়োজন করা হয় তুফানগঞ্জে। এই বিয়ের আনন্দে মেতে ওঠেন সমস্ত গ্রামবাসী। শুধু বিয়েই নয়, সেই সাথে খাওয়া-দাওয়ারও ব্যবস্থা করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। গ্রামবাসীদের বিশ্বাস এভাবে ব্যাঙের বিয়ে দিলে ইন্দ্রদেব খুশি হয়ে বৃষ্টি বর্ষণ করবেন।

প্রসঙ্গত, এদিনের এই বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এলাকার প্রায় ২০০ জন গ্রামবাসী। এই বিয়ের আয়োজনও করেন ওই এলাকার মহিলারাই।

 

আরো পড়ুন:Smoke Biscuit:বাজারে এবার নতুন চমক ‘স্মোক বিস্কুট’