সিবিআই ও ইডির অফিসারদের বহিরাগত তকমা কামারহাটির বিধায়ক মদন মিত্রের (Madan Mitra)। সেই সাথে বহিরাগত সিবিআই ও ইডি আধিকারিকদের সাথে অতিথির মতো আচরণ করার নিদানও দিলেন তিনি। আজ অর্থাৎ বুধবার অভিনেত্রী কৌশানির জন্মদিন। আর তার আগেই মঙ্গলবার অভিনেত্রী কৌশানি ও অভিনেতা বনি সেনগুপ্ত-কে নিয়ে দক্ষিণেশ্বর মন্দিরে মা ভবতারিণীর কাছে পুজো দেন কামারহাটির বিধায়ক মদন মিত্র।

সেখানে কামারহাটির বিধায়ক মদন মিত্র বুদ্ধিজীবী শুভাপ্রসন্ন-কে ফের আক্রমণ করার পাশাপাশি সিবিআই ও ইডি আধিকারিকদের ‘বহিরাগত’ ও ‘অতিথি’ বলেও সম্বন্ধিত করেন।

এদিন তিনি বলেন ইডি-সিবিআই আধিকারিকরা সকলেই বহিরাগত। আর বাইরে থেকে তারা আসছেন বলেই তারা আমাদের অতিথি। আর অতিথি দেব ভব। তাই তাদের সাথে অতিথির মতো ব্যবহার করাই শ্রেয়।

 

আরো পড়ুন:WestBengal : আচার্য বিলে সই করছেন না‌ রাজ্যপাল, জনস্বার্থ মামলা দায়ের