দীঘা (Digha) সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা!ঘুরতে যাওয়ার আগে অবশ্যই সাবধান হোন।বর্তমানে সমুদ্র সুন্দরী দীঘাতে কাতারে কাতারে মানুষের ভিড় জমেছে।এর মধ্যে যারা দীঘায় যাওয়ার পরিকল্পনা করছেন,প্যাকিংও সেরে ফেলেছেন,তারা এখনি প্ল্যান বদলে ফেলুন।কারণ এইমুহুর্তে দীঘা প্রশাসনের তরফ থেকে বড়সর নিষেধাজ্ঞা জারি হয়েছে।

বর্তমানে ঘূর্ণিঝড় মোখার দাপটে ক্রমশ উত্তাল হচ্ছে সমুদ্র।তাই আপনার যদি সপ্তাহান্তে দিঘায় যাওয়ার পরিকল্পনা থাকে, তা চটপট বদলে ফেলুন।কারণ, একবার দিঘায় চলে গেলে হোটেলেই বসে থাকতে হবে আপনাকে।সমুদ্রে নামতে পারবেন না।এমন কথায় শনিবার মাইকিং করে জানিয়েছেন দীঘা মোহনা কোস্টাল থানার পুলিশ।

পর্যটকদের সতর্ক করে পুলিশ কর্তারা বলেছেন,-আগামী ১৫ মে অর্থাৎ সোমবার পর্যন্ত দিঘায় সমুদ্র স্নান করতে পারবেন না পর্যটকরা।এমনকি আশপাশের সমুদ্র সৈকতেও কাউকে নামতে দেওয়া হবে না।তাই ভাবছেন কি?হোটেলের ঘরে বসে সময় না কাটাতে হলে আজই বাতিল করুন সমুদ্র সুন্দরী দীঘায় যাওয়ার পরিকল্পনা।

 

 

 

আরো পড়ুন:Nawazuddin Siddiqui: দাম্পত্য কলহ ভুলে স্ত্রী ও সন্তানদের সাথে দেখা করতে দুবাই গেলেন নওয়াজ