আজ আন্তর্জাতিক নার্স দিবস।তাই নার্সদের হাতে ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানালো বাঁকুড়া (Bankura) জেলার কেয়ার ইন্ডিয়া বিষ্ণুপুর ওয়েলফেয়ার সোসাইটি।

প্রসঙ্গত,১২ মে শুক্রবার আন্তর্জাতিক নার্স দিবস। ১৮২০ সালের ১২ ই মে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন। এই জন্মদিনেই প্রতি বছর আন্তর্জাতিক নার্স দিবস হিসেবে পালন করা হয়।২০২০ থেকে করোনার সময় নার্সদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। নিজের পরিবারের কথা চিন্তা না করে করোনা কালে দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে গেছেন।আজও করে চলেছেন। রাতের পর রাত জেগে করোনা আক্রান্ত রোগীদের সেবা করে গেছেন। নার্সদের সেবা ছাড়া কোনো রোগীর সুস্থ হয়ে ওঠা কঠিন।আজ সেই মানুষদের শ্রদ্ধা জানানোর দিন।

সেইমতো আজ বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে সকল নার্সদের সম্মান জানায় কেয়ার ইন্ডিয়া বিষ্ণুপুর ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা। আজকের দিনে সকল নার্সদের হাতে ফুলের তোড়া এবং মিষ্টিমুখ করিয়ে সম্বর্ধনা জানানো হয়।এদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে নার্সদের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে।

 

আরো পড়ুন:TMC:সরকারি ড্রেনের উদ্বোধন করা নিয়ে শাসকদলের দুই গোষ্ঠীর হাতাহাতি!আহত ৫