বুধবার সন্ধ্যায় আচমকাই (Rail) রেল ট্র্যাক ছেড়ে বেরিয়ে যায় বর্ধমান-ব্যান্ডেল লোকাল। শক্তিগড়ের কাছে লাইনচ্যুত হয় ডাউন বর্ধমান-ব্যান্ডেল লোকাল।

এদিন প্রায় রাত ৯টা ২০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। তবে রেল সূত্রে খবর, এদিন ট্রেনে প্রচুর যাত্রী থাকলেও, হতাহতের খবর নেই। দুর্ঘটনার জেরে আপাতত হাওড়া শাখার ডাউন লাইনে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। এমন দুর্ঘটনায় চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা।

রেল সূত্রে খবর, বুধবার নির্ধারিত সময় ৮টা ৪৬মিনিটে বর্ধমান স্টেশন ছেড়ে বেরিয়ে যায় ট্রেনটি। এরপর শক্তিগড় স্টেশন থেকে ২৫০ মিটার দূরে আচমকাই ট্র্যাক ছেড়ে বেরিয়ে যায় ডাউন বর্ধমান-ব্যান্ডেল লোকাল।

তবে ট্রেনটি স্টেশনের কাছাকাছি থাকায় (Rail) গতিবেগ খুব একটা বেশি ছিল না, আর সে কারণেই বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পাওয়া গিয়েছে। আতঙ্কিত হয়ে যাত্রীরা ট্রেন থেকে নেমে যান।

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান রেলের (Rail) আধিকারিকরা। কী কারণে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছেন তাঁরা। ডাউন লাইনে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে ছিল।