দিল্লি বিশ্ববিদ্যালয়ের হস্টেলে যাওয়ার কারণে নোটিস পাঠানো হল রাহুল গান্ধীকে (Rahul Gandhi)। জেড ক্যাটিগরির সুরক্ষা নিয়ে জাতীয় পর্যায়ের এক নেতা কেন ছাত্রাবাসে ঢুকেছেন, সেই নিয়ে প্রশ্ন উঠেছে।

দুই পাতার নোটিসে দিল্লি বিশ্ববিদ্যালয়ের তরফে বলা হয়েছে, অনধিকার প্রবেশ করে দায়িত্বজ্ঞানহীন আচরণ করেছেন কংগ্রেস নেতা।

গত সপ্তাহে আচমকাই দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর বিভাগের হস্টেলে চলে যান রাহুল গান্ধী। সেখানে বেশ কয়েকজন পড়ুয়ার সঙ্গে কথা বলেন। তাঁদের সঙ্গে বসে দুপুরের আহারও সেরে নেন কংগ্রেস।

উল্লেখ্য, সেই কাজের জন্যই কংগ্রেস সাংসদকে নোটিস ধরিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। হস্টেল চত্বরে পড়াশোনা ছাড়া অন্য কোনও ধরনের কার্যকলাপে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কেন একজন রাজনীতিক (Rahul Gandhi) সেখানে গেলেন, এই প্রশ্ন তুলেছে কর্তৃপক্ষ।

নোটিসে বলা হয়েছে, ‘গত ৬ মে জরুরি বৈঠক ডেকেছিল হস্টেলের ম্যানেজমেন্ট কমিটি। সেখানেই সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, নিজের মর্যাদা ক্ষুণ্ণ করেছেন রাহুল গান্ধী।

জাতীয় পর্যায়ের একজন রাজনীতিক, জেড ক্যাটিগরির নিরাপত্তার তিনটি গাড়ি নিয়ে হস্টেল চত্বরে ঢুকেছেন,সেটা একেবারেই ঠিক নয়। হস্টেলের শৃঙ্খলা বজায় রাখার জন্য যথাযথ পদক্ষেপ করতে তৈরি রয়েছে হস্টেল কর্তৃপক্ষ।’