মালদা (Malda) চাঁচল স্টেডিয়ামের মাটিতে পড়ে ‘তৃণমূলে নবজোয়ারে’র গোপন ব্যালট!মূলত,মালদার ৭টি বিধানসভা কেন্দ্রের পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী ঠিক করতে গোপন ব্যালটে ভোট তৈরি হয়।আর সেই ভোটেরই গুচ্ছ গুচ্ছ ব্যালট আজ মাটিতে পরে গড়াগড়ি খাচ্ছে চাঁচল স্টেডিয়ামে।তবে কি সত্যিই স্বচ্ছ ভাবে ভোট হয়নি?মানা হয়নি অভিষেকের নির্দেশ?দলেরই অন্দরে তৈরি ক্ষোভ!প্রশ্নের সমাহার!

প্রসঙ্গত,গত বুধবার এই স্টেডিয়ামেই রাত্রিবাস করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।বিভিন্ন ভোট দান কেন্দ্রে ভোটে কারচুপির অভিযোগ নিয়ে বিশৃঙ্খলা ছড়িয়েছিল তখন।অভিষেক মঞ্চে উঠতেই দলীয় কর্মীদের একাংশ গিয়ে সেই অভিযোগ করেছিলেন।আর সাতদিন পরে সেই চাঁচল স্টেডিয়াম মাঠে বিভিন্ন এলাকার গোপন ভোটের ব্যালট পেপার মাটিতে খাচ্ছে গড়াগড়ি।

তবে এদিন শুধু মালদার নয়,পড়ে থাকতে দেখা গিয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুরেরও কিছু ব্যালট।আর এই পুরো ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতোর।গোপন ভোটের ব্যালট এভাবে যদি বাইরে গড়াগড়ি খায়,তাহলে ভোটের কী প্রয়োজন ছিল?প্রশ্ন তুলেছেন দলেরই কর্মীরা।সন্ত্রাসবাদীদের দল বলে কটাক্ষ করেছে বিরোধীরা।এখন শেষ পর্যন্ত এই ঘটনা কোন দিকে মোড় নেই,সেটাই দেখার!

 

আরো পড়ুন:Mainaguri:ঝড়-বৃষ্টির হাত থেকে বাঁচতে মাটি খুঁড়ে বসবাস!জনপ্রতিনিধিদের কাছে গিয়েও মেলেনি সাহায্য