সুপ্রিম কোর্টের নির্দেশে প্রাথমিকে (SSC) চাকরি চলে যাওয়া অনেককে চাকরি ফিরিয়ে দিচ্ছে স্কুল সার্ভিস কমিশন। তালিকায় রয়েছেন ২৬৭ জন শিক্ষক। জেলায় জেলায় নির্দেশিকা জারি করা হয়েছে কমিশনের তরফে।
ওই ২৬৯ জনের চাকরি বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন শিক্ষকরা। তার ভিত্তিতেই গতবছর ২২ অক্টোবর ওই চাকরি বাতিলের নির্দেশের উপরে স্থগিতাদেশ জারি করে সর্বোচ্চ আদালত।
বেআইনিভাবে চাকরি হয়েছে এই অভিযোগে ওই ২৬৯ জনের চাকরি বাতিল করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়।
বিচারপতি বলেন, প্রাথমিকে নিয়োগ দুর্নীতির তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওই ২৬৯ জনকে পুর্নবহাল করা যাবে না। এরপর বিষয়টি ডিবিশন বেঞ্চে যায়।
উল্লেখ্য, ২০১৪ সালের পরীক্ষা অনুযায়ী ২০১৭ সালে প্রাথমিকে চাকরি পেয়েছিলেন ওই ২৬৯ জন। চাকরি হারানো ওই ২৬৯ জনের মধ্যে ১৯৯ জন সর্বোচ্চ আদালকে দ্বারস্থ হন।
এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ওরা গতকাল আমাকে জানিয়েছেন যে একটি বিজ্ঞপ্তি ওরা বের করেছেন। সুপ্রিম কোর্ট যে আদেশ দিয়েছেন তার ভিত্তিতে ওরা একটি আইনি বৈঠক করেছেন। আইনজীবীদের সঙ্গে কথা বলে বেশ কিছু শিক্ষকের চাকরি (SSC) যাওয়াটা স্থগিত রেখেছেন।