তুমুল বিতর্কের মধ্যেই দেশজুড়ে মুক্তি পেয়েছে ‘দ্য কেরালা স্টোরি’।তবে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে পশ্চিমবঙ্গে ছবিটির স্ক্রিনিং নিষিদ্ধ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।নবান্ন থেকে মমতার ঘোষণার পরদিনই উত্তরপ্রদেশে ছবিটিকে করমুক্ত ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)।টুইট করে সেকথা জানিয়েছেন যোগী। যার ফলে ছবিটিকে ঘিরে রাজনৈতিক তরজা অব্যাহত।
এদিন টুইট করে যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) জানান, উত্তর প্রদেশের এই ছবিকে করমুক্ত ঘোষণা করা হবে। তিনি টুইটে লেখেন, “‘দ্য কেরালা স্টোরি’ উত্তর প্রদেশের করমুক্ত করা হবে।” তবে উত্তর প্রদেশই প্রথম রাজ্য নয়। এর আগে গত ৬ মে বিজেপি শাসিত মধ্য প্রদেশ সরকারও এই চলচ্চিত্রটিকে করমুক্ত ঘোষণা করে। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির কার্যকলাপকে সামনে নিয়ে আসার জন্য কৃতিত্ব দেন ‘দ্য কেরালা স্টোরি’কে।
তার একদিন পরেই, শনিবার মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ছবিটিকে রাজ্যে করমুক্ত করার কথা ঘোষণা করেছিলেন। আর আজ টুইট করে এই ছবিকে ‘ট্যাক্স ফ্রি’ করার কথা জানালেন যোগী আদিত্যনাথ।