প্রযুক্তিগত ত্রুটির কারণে রাজস্থানের হনুমানগড়ের পিলিবাঙ্গা এলাকায় ভেঙে পড়ল ভারতীয় বায়ু সেনার
বিমান। এই দুর্ঘটনায় তিন গ্রামবাসীর মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও তিন গ্রামবাসী।
সোমবার সকালে মিগ ২১ (MIG-21) যুদ্ধবিমানটি ওড়ার সময় আচমকা ভেঙে পড়ে। পাইলট নিরাপদে রয়েছে বলে জানা গিয়েছে।
ভারতীয় বায়ু সেনার তরফে জানানো হয়েছে, নিয়মিত অনুশীলনের জন্য সোমবার বায়ুসেনার মিগ ২১ (MIG-21) যুদ্ধবিমানটি সুরাতগড় বিমানঘাঁটি থেকে ছেড়েছিল। কিন্তু রাজস্থানের হনুমানগড়ের পিলিবাঙ্গা এলাকায় বিমানটি প্রযুক্তিগত ত্রুটির কারণে ভেঙে পড়ে।
দুর্ঘটনার সময় বিমানটির পাইলট প্যারাসুট ব্যবহার করে বাইরে বের হতে সক্ষম হয়েছিলেন। যার ফলে তিনি নিরাপদ রয়েছেন বলে জানা গিয়েছে।
ভারতীয় বিমান বাহিনীর তরফে জানানো হয়েছে, পাইলটকে উদ্ধার করার জন্য একটি হেলিকপ্টার পাঠানো হয়েছিল। সামান্য আঘাত পেয়েছেন তিনি।
ইতিমধ্যে দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনায় পুলিশের তরফে জানানো হয়েছে, বিমানটি যে এলাকায় ভেঙে পড়েছে সেখানে উদ্ধারকাজ চালানো হচ্ছে।
বিকানের পুলিশের ইন্সপেক্টর জেনারেল ওম প্রকাশ এই ঘটনা নিয়ে বলেন, মৃত্যুর ঘটনা এড়াতে পাইলট সমস্ত রকমের চেষ্টা করেছিলেন।