দিল্লির পর এবার কংগ্রেস শাসিত ছত্তিশগড় (Chhattisgarh)।বিধানসভা নির্বাচনের বছরে ২০০০ কোটি টাকার আবগারি কেলেঙ্কারির (Liquor Scam) হদিশ পেল ইডি (ED)।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) পক্ষ থেকে জানানো হয়েছে, ছত্তিশগড়ে (Chhattisgarh) শীর্ষ রাজনীতিবিদ ও আমলাদের সহায়তায় ২ হাজার কোটি টাকার মদ কেলেঙ্কারির (liquor scam) রহস্য উদঘাটন করা হয়েছে। ইডি এই মামলার প্রধান অভিযুক্ত আনোয়ার ধেবরকেও গ্রেপ্তার করেছে।

তাকে চার দিনের জন্য ইডি হেফাজতে পাঠানো হয়েছে। আনোয়ার ধেবর কংগ্রেস নেতা এবং রায়পুরের মেয়র আইজাজ ধেবরের ভাই। তদন্ত সংস্থা এর আগে মার্চ মাসে একাধিক স্থানে তল্লাশি চালিয়েছিল। কেলেঙ্কারির সঙ্গে জড়িত বিভিন্ন ব্যক্তির বয়ান রেকর্ড করা হয়েছিল। সংস্থার তরফে দাবি করা হয়েছে যে, ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে দুর্নীতি হয়ে থাকতে পারে।

 

আরো পড়ুন:Rahul Gandhi:মাথায় হেলমেট পরে হঠাত্‍ করে ফুড ডেলিভারি বয়ের স্কুটারে সওয়ার!ভোটপ্রচারে অন্য মেজাজে রাহুল