বিশ্বভারতী বনাম অমর্ত্য সেন।ক্রমে চড়ছে পারদ।বাড়ছে জটিলতা।এরমধ্যে অমর্ত্য সেনকে উচ্ছেদের নোটিশ আসতেই ‘প্রতীচী’র সামনে তৃণমূলের বিক্ষোভ বসেছে আজ থেকে।এমন উত্তেজনার মাঝে আগুনে ঘি ঢাললেন এবার বিজেপি সাংসদ দিলীপ ঘোষ।

শনিবার বাঁকুড়ায় মাচানতলায় চায়ে পে চর্চায় যোগ দিয়েছিলেন দিলীপ ঘোষ।সেখানে তৃণমূল ও অমর্ত্য সেনকে একযোগে নিশানা করে তিনি বলেন, কোনো ভদ্র সভ্য লোকের সাথে থাকে না তৃণমূল। অমর্ত্য সেন বিশ্বভারতীর জমি দখল করে রেখেছেন, এটা রেকর্ড। জমিটা ছেড়ে দিলেই মিটে যায়। বাংলার গৌরব নষ্ট হচ্ছে এভাবে। একজন নোবেল প্রাপ্ত ব্যাক্তি যদি কারো জমি নিয়ে নেয় তবে তার সম্পর্কে কন্ট্রোভারসি হলে তা মোটেই গৌরবের নয়।

বিজেপি সাংসদের এমন মন্তব্যের পর থেকে তুমুল শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।তবে এই প্রথম নয়,এর আগেও বহুবার অমর্ত্য সেন ও জমি বিতর্কে মন্তব্য টেনে তুমুল কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ।

 

আরো পড়ুন:Narendra Modi : বিজেপির মেগা রোগ শোতে উপচে পড়া ভিড়