যোগ ব্যায়াম সম্বন্ধে ধ্যান ধারণা দিতে,পায়ে হেঁটে বাঁকুড়ায় (Bankura) প্রবেশ কর্নাটকের যুবকের ফিট থাকার মূলমন্ত্র যোগাসন!আর করোনার পর থেকে যোগাসনের প্রতি ঝোঁক বেড়েছে নাগরিকদের।আর এই যোগাসনের উপকারিতা জনমানসে তুলে ধরতে দীর্ঘ ছমাস আগে হেঁটে দেশ ভ্রমণ বেড়িয়েছেন কর্ণাটকের যুবক কৃষ্ণা নায়েক।
জানা গিয়েছে,মাইসুরু থেকে যাত্রা শুরু করেছিলেন তিনি।ইতিমধ্যেই ভারতবর্ষের ২৮ টি রাজ্য পায়ে হেঁটে প্রবেশ করেছেন তিনি।এরমধ্যে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের বাঁকুড়ার জয়পুর ব্লকের কুচিয়াকোল গ্রামে আসেন তিনি।বিকালে এলাকার মানুষদের সঙ্গে নিয়ে যোগ ব্যায়ামের প্রশিক্ষণ দেন তিনি।
এরপর শুক্রবার সকালে হালকা টিফিন সাড়ার পর আবারো পায়ে হেঁটে ভারত ভ্রমনের যাত্রায় বেরিয়ে পড়েন সে।
সূত্রের খবর,একসময় তার ইচ্ছা ছিল ক্রিকেটার হওয়ার।কিন্তু মেরুদন্ডের সমস্যার কারণে সব বন্ধ হয়ে যায়।সুরাহা মেলে মাইসুরুর এক আর্য়ুবেদিক হাসপাতালে চিকিত্সা করে।যোগব্যায়ামের সাহায্যে সুস্থ হন তিনি।সেখানে থেকেই যোগার প্রতি আকৃষ্ট হওয়া।সুস্থ হয়ে এই আর্য়ুবেদিক হাসপাতালে থেকেই প্রশিক্ষণ নিয়ে যোগাসনের শিক্ষকতা করছেন বছর ২৯ এর কৃষ্ণা নায়েক।পাশপাশি পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও গাছ লাগানোর জন্য প্রচার করছেন এই যুবক।
আরো পড়ুন:CBI:লাখ লাখ টাকার প্রতারণা,বাঁকুড়া থেকে গ্রেফতার ভুয়ো সিবিআই অফিসার