অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek) কনভয় আটকে বিক্ষোভ। মালদহ জেলার ইংরেজবাজার থানা এলাকায় স্থানীয় প্রধান, উপপ্রধানদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তাঁর গাড়ির পথ আটকানো হয়। অভিষেক গাড়ি থেকে নেমে এসে কথাও বলেন তাঁদের সঙ্গে।

মালদহের মোথাবাড়িতে অভিষেকের ‘জনসংযোগ কর্মসূচি’ ছিল। এদিন দুপুরে সেখানে যাওয়ার পথে ইংরেজবাজার ব্লকের বিনোদপুর অঞ্চলের সাতটারি গ্রামে তাঁর গাড়ি আটকন গ্রামবাসীদের একাংশ।

অভিযোগ, বিনোদপুর অঞ্চলের প্রধান, উপপ্রধান আর্থিক তছরুপে জড়িত। ব্লক তৃণমূল সভাপতি প্রতিভা সিংহকে পদ থেকে সরানোর দাবিও করেন গ্রামবাসীরা।

বিক্ষোভকারীরা দাবি করেন, তাঁরা অভিষেককে নিজমুখে দুর্নীতির অভিযোগ জানাতে চান। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী।

‘জনসংযোগ কর্মসূচি’ যাওয়ার পথে ইংরেজবাজার ব্লকের বিনোদপুর অঞ্চলের সাতটারি গ্রামে তাঁর গাড়ি আটকান গ্রামবাসীদের একাংশ। গাড়ি ঘিরে চলতে থাকে বিক্ষোভ।