বৃহস্পতিবার মালদহের ইংলিশবাজারে সভা রয়েছে (TMC) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সূত্রের খবর, সেখানে উপস্থিত থাকবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

দলীয় কর্মসূচিতে উত্তরবঙ্গেই রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার দুপুরের ট্রেনে মালদহ পৌঁছচ্ছেন তৃণমূল সুপ্রিমো

তৃণমূল সূত্রের খবর, আগামিকাল, বৃহস্পতিবার মালদহে যৌথ সভা করবেন মমতা-অভিষেক। এছাড়াও একটি অধিবেশনে ভাষণ দেওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। যোগ দেবেন তৃণমূলের নব-জোয়ার কর্মসূচিতেও।

কোচবিহার থেকে উত্তর দিনাজপুর- সব জায়গাতেই সভা করেছেন অভিষেক। কখনও মঞ্চ থেকে নেমে সাধারণ মানুষের মধ্যে মিশে গিয়েছেন তো কখনও দেখা করেছেন দণ্ডি কাটা আদিবাসীদের পরিবারের সঙ্গে। আবার কখনও গাড়ির ছাদে উঠে জনসংযোগে শামিল হয়েছেন। বৃহস্পতিবার মালদহের সভা দিয়ে তাঁর উত্তরবঙ্গ সফর শেষ হবে।

জানা গেছে, বৃহস্পতিবার ইংলিশ বাজারে বিকেল ৪টে নাগাদ জনসভায় যোগ দেবেন অভিষেক। আজই ২ দিনের সফরে দুপুরের দিকে মালদহ গেছেন মুখ্যমন্ত্রী।

লক্ষ্য রাজ্যের পঞ্চায়েত ভোট। এই নির্বাচনকে পাখির চোখ করেই জনসংযোগে ঝাঁপিয়ে পড়েছে (TMC) রাজ্যের শাসক দল। এই কর্মসূচিতে তৃণমূল সুপ্রিমো যোগ দিলে, তা আরও জোরদার হবে বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।