বিজেপির ডাকা ১২ ঘন্টার বনধে রণক্ষেত্র ময়না! ময়নায় পুলিশি নির্যাতনের অভিযোগে পথে নেমেছেন বিজেপি বিধায়ক অশোক দিন্দা। অন্যদিকে, ২০৫ পাঁশকুড়া পশ্চিম বিধানসভার রাতুলিয়া বাজারে বিজেপির র্সবভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) নেতৃত্বে বিক্ষোভে সামিল হয়েছেন বিজেপি কর্মীরা। বুধবার সকাল থেকেই ময়নায় অবরোধ শুরু করে বিজেপি। বেলা বাড়তেই সেই আঁচ ছড়িয়ে পড়ে হলদিয়া, কাঁথি, পাঁশকুড়া, তমলুক-সহ একাধিক এলাকায়। পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে চলে অবরোধ।
এমনকি, অবরোধ তোলা নিয়েও বিভিন্ন জায়গায় বিজেপি-পুলিশ ধস্তাধস্তিও হতে দেখা যায়। পটাশপুরে বিজেপি কর্মীদের ওপর লাঠিচার্জের ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়।
বিজেপির ডাকা বনধের জেরে সাধারণ মানুষকে হেনস্থার শিকার হতে হয় বলে অভিযোগ। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, জোর করে দোকান বন্ধ করার চেষ্টা করেন বিজেপি কর্মীরা। পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে ডাকা এই বনধে আটকে পড়েছেন সাধারণ মানুষ।
আরো পড়ুন:TMC:মালদায় তৃণমুলের নেতার বাড়িতে ইডির হানা!একাধিক বাড়িতে জোরদার তল্লাশি