বিজেপির (BJP) বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুইয়াঁ ‘খুনের’ ঘটনাকে কেন্দ্র করে বুধবারও সকাল থেকেই অশান্তি অব্যাহত পূর্ব মেদিনীপুর জেলার ময়নায়।বন্‌ধ সফল করতে ময়না বিধানসভার বিভিন্ন এলাকায় জুড়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিজেপি কর্মী সমর্থকরা।

এরফলে জাতীয় সড়কের সংযোগকারী ওই রাস্তায় আটকে পড়ে ট্রাক,বাস সহ ছোট যানবাহন।পাশাপাশি জোর করে দোকানপাট বন্ধ করে দেওয়ারও অভিযোগ ওঠে এদিন বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে।

এদিকে এই ঘটনার খবর পেয়ে বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছন তমলুকের এসডিপিও সৈয়দ আবু বক্কর।অবরোধকারীদের জোর করে পুলিশ তুলে দেওয়ার চেষ্টা করে।

এ নিয়ে শুরু হয় দু পক্ষের মধ্যে তর্কাতর্কিও।এরই মধ্যে ঘটনাস্থলে হাজির হন ময়নার বিধায়ক অশোক দিন্দা।পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। পুলিশের অনুরোধ উপেক্ষা করে দলের কর্মী সমর্থকদের নিয়ে রাস্তার উপরে বসে পড়েন তিনি।

বিজেপি কর্মীদের দাবি,এই ঘটনার সঙ্গে যারা যুক্ত রয়েছে অবিলম্বে সেই দুষ্কৃতীদের শাস্তি দিতে হবে।

 

আরো পড়ুন:Bankura:রেলের হাইটেনশন পোলের মাথায় চড়ে বসলেন এক ‘মানসিক ভারসাম্যহীন’ যুবক!রেল পুলিশের তৎপরতায় পেলো রক্ষা