একদিকে তীব্র দহন জ্বালা,অন্য দিকে জলের ভোগান্তি।সম্প্রতি এমন তীব্র সংকটের মধ্যে রয়েছে মালদার (Malda) হরিশ্চন্দ্রপুর থানার তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের কিসমত বড়োল গ্ৰামের বাসিন্দারা।

অভিযোগ,প্রায় তিন মাসেরও বেশি সময় ধরে গ্রামের নলকূপ গুলিতে জল উঠছে না।তীব্র পানীয় জলের সংকট দেখা দিয়েছে ওই গ্রামে।বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে মাঠের মিনি পাম্প থেকে পানীয় জল বয়ে নিয়ে আসতে হচ্ছে গ্রামের বধূদের।পুকুরের ঘোলাটে জলে স্নান,কাপড় কাচা ও বাসন ধুয়ার কাজ করে থাকেন তারা।

এমন অবস্থায় বাড়ির নলকূপ চাপতে গিয়ে হাতল ছিটকে গ্ৰামের অনেক মহিলার দাঁত ভেঙে গেছে,আবার কারো কপাল,নাক ও ঠোঁট ফেটে জখম হয়েছে।

গ্রামবাসীদের অভিযোগ,স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য থেকে শুরু করে প্রশাসনিক দপ্তরের কাছে বারবার লিখিত আবেদন জানিয়েও সমস্যার সমাধান হয়নি।তাই নলকূপই এখন তাদের ভরসা।তাই গ্রামবাসীরা এলাকায় সাব মারসিবল বসানোর দাবি জানিয়েছেন।এবং এই দাবি না পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের যাওয়ারও এদিন হুশিয়ারি দিয়েছেন তাঁরা।এখন এরপর আদেও এই সমস্যার সমাধান হয় নাকি,এখন সেটাই দেখার!

 

আরো পড়ুন:Recipe: বাড়িতে বানিয়ে নিন রেষ্টুরেন্টের মতো চিকেন ক্যাসেরোল