পর্যটকদের সমাগমে সেজে উঠেছে আবারও সৈকত সুন্দরী দীঘা (Digha)।মূলত,দিঘায় পর্যটকদের আনাগোনা বাড়ানোর লক্ষ্যে রাজ্য সরকারকে একের পর এক পদক্ষেপ গ্রহন করতে দেখা গিয়েছে।রাজ্য সরকারের স্বপ্ন রয়েছে দিঘা হয়ে উঠুক গোয়া।বাড়ুক মানুষের অনেক আনাগোনা।সেই স্বপ্ন যেনো পূরণ হচ্ছে।

হোটেল কর্তৃপক্ষ সূত্রে খবর,শুক্রবার থেকে দিঘায় টানা ৯৯ শতাংশ হোটেল বুকিং হয়েছে।সরকারি,বেসরকারি সব হোটেলেই ঠাসা মানুষের ভিড়।

বেশ কয়েকটি হোটেল কর্তৃপক্ষ সূত্রে আরো জানা যাচ্ছে, বর্তমান সময়ে ৫০০ থেকে ৫০০০ টাকা দামের রুম রয়েছে। রুম অনুসারে দাম রয়েছে। দিঘায় বিভিন্ন ধরনের পর্যটক আসেন। পর্যটকদের চাহিদা অনুসারে তাদের রুমের ব্যবস্থা করা হয়। ৫০০/৭০০ নন এসি মোটামুটি রুম, ৭৫০/১০০ নন এসি একটু ভালো রুম, ১২০০/১৫০০ এসি নরমাল রুম, ২০০০/২৫০০ এসি ডিলাক্স রুম। এরপর বিভিন্ন ধরনের সুপার ডিলাক্স রুম রয়েছে, রয়েছে ভালো মানের পরিষেবাও।

 

আরো পড়ুন:Anubrata Mondal: মেয়ের গ্রেফতারী নিয়ে মুখ খুললেন অনুব্রত