বাঙালি মানেই তাদের খাবারের মেনুতে মাছ, মাংস আর ডিমের কোনো না কোনো কিছু থাকতেই হবে।
এর মধ্যে যেকোনো একটা না থাকলে যেনো তাদের খাওয়াটাই সম্পূর্ণ হয়না।
তাই স্বাদ বদলাতে বাড়িতে বানিয়ে নিন মাছের ডিমের পাতুরি।
এটি এমন একটি রেসিপি (Recipe) যা সহজে বানানো সম্ভব, বাঙালিদের মধ্যে বেশ প্রচলিত এবং একইসাথে মুখোরোচক।
চলুন তাহলে দেখে নিই কিভাবে তৈরি করবেন এই রেসিপি (recipe)।
উপকরণ:
মাছের ডিম: ২৫০ গ্রাম
পোস্ত বাটা: ২ টেবিল চামচ
সর্ষের তেল: ৩ টেবিল চামচ
নারকেল কোরা: ২ টেবিল চামচ
কালো সর্ষে বাটা: ১ টেবিল চামচ
কাঁচা লঙ্কা বাটা: ১ টেবিল চামচ
পেঁয়াজ কুচি: এক কাপ
হলুদ গুঁড়ো: ১ চা চামচ
নুন: স্বাদ মতো
চিনি এক চিমটে
টুকরো করে কাটা কলা পাতা: ৫টি
চেরা কাঁচালঙ্কা: ৫টি
প্রণালী:
একটি পাত্রে মাছের ডিমের সঙ্গে অল্প তেল, হলুদ, সর্ষে-পোস্ত বাটা, নারকেল কোরা, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ কুচি, নুন ভাল করে মাখিয়ে ঘণ্টা খানেক ফ্রিজে রেখে দিন। গ্যাসে চাটু বসিয়ে কলাপাতাগুলো একটু সেঁকে নিন। এ বার একটি করে কলাপাতার মধ্যে ২ বড় চামচ পরিমাণ মাছের ডিমের মিশ্রণ দিয়ে উপর থেকে সামান্য সর্ষে তেল ছড়িয়ে দিন ও উপরে একটি করে কাঁচলঙ্কা দিয়ে দিন। এর পর ভাল করে পাতাটি মুড়ে টুথপিক আটকে দিন। নন-স্টিক প্যান গরম করে সামান্য তেল দিন। ওই তেলে একে একে পাতুরিগুলি দিয়ে দিন। মাঝারি আঁচে কম-বেশি ১০ মিনিট দু’পিঠ ভাল করে ভেজে নিন। যখন দেখবেন, পাতাগুলো কালচে হয়ে গেছে, তখন আপনার পাতুরি একেবারে তৈরি। পাতুরিগুলি না ভেজে ভাপিয়ে নিলেও খেতে বেশ লাগে। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন গরমাগরম মাছের ডিমের পাতুরি।
আরো পড়ুন: Recipe: বাড়িতে বানিয়ে নিন চিকেন তেহারি
Image source-Google