বজ্রপাতে মৃত তৃণমূল কর্মীর বাড়িতে শশী-দেবাংশু, হাসপাতালে আহতদের সঙ্গে সাক্ষাত!গতকাল ভয়াবহ দুর্ঘটনা ঘটে বাঁকুড়ায় (Bankura)।তৃণমূলের সভায় গিয়ে বেঘোরে প্রাণ হারান এক তৃণমূল কর্মী।আহত হয় একাধিক।খুব স্বাভাবিকভাবেই এই ঘটনায় শোকের ছায়া বাঁকুড়ায়।
এরমধ্যেই সোমবার তৃণমূলের সভায় গিয়ে বজ্রপাতে মৃত তৃণমূল কর্মীর বাড়িতে গিয়ে সরকারি ক্ষতিপূরণ ও দলের তরফ থেকে আর্থিক সহযোগিতার পাশাপাশি মৃতের স্ত্রীকে অঙ্গনওয়াড়িতে চাকরি দেওয়ার আশ্বাস দিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দুপুরে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, প্রতিমন্ত্রী জ্যোত্স্না মান্ডি ও তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য্য সহ তৃণমূল নেতৃত্ব ইন্দাস থানার বাথানিয়া গ্রামের মৃত সামেদ মল্লিকের বাড়িতে পৌঁছান। সেখানে গিয়ে মৃতের পরিবারের সাথে দেখা করেন কথা বলে পাশে থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি রাজ্য সরকারের তরফে তুলে দেওয়া হয় আর্থিক ক্ষতিপূরণ।
আরো পড়ুন:Dev Adhikari:’কাটমানি’ দেওয়া নিয়ে দেবের বিরুদ্ধে পোস্টার বিজেপির