রুশ হামলায় বিধ্বস্ত ইউক্রেনে হিন্দু দেবীর (Art Work) ছবি বিকৃতি। তুমুল সমালোচনার মুখে, শেষ পর্যন্ত টুইটার থেকে ছবি সরালো ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রক।
ঘন কালো মেঘের ছবি। যা দিয়ে তৈরি হয়েছে শিল্পকর্ম। মেঘের মধ্যে আঁকা হয়েছে নারীর অবয়ব। যার শরীরি বিভঙ্গ অনেকটাই হলিউড অভিনেত্রী মেরিলিন মনরোর বিখ্যাত ছবির মতো।
কিন্তু বিতর্ক দেখা দিয়েছে ছবির উপরের দিক নিয়ে। সেখানে জিভ বের করা নারীর মুখ। গলায় মুণ্ডুমালা বা ফুলের মালা। অবিকল কালী মূর্তির মতো। তবে হাতে খাঁড়া বা অসুরের মুণ্ডু নেই।
হাতদু’টি জড়ো করে ধরে রাখা আছে পেটের নীচে, ঠিক যেভাবে মেরিলিনের ছবিতে উড়ন্ত স্কার্টের ধরে রাখা ছিল। মেঘই এখানে স্কার্ট ।
রবিবার ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রক ছবিটি তাদের টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছে। সেই পোস্ট দেখেই ক্ষোভে ফেটে পড়েন অনেকে। ছবিটি হিন্দুদের ধর্মীয় ভাবাবেগকে আঘাত করছে বলে তীব্র প্রতিবাদের ঝড় ওঠে।
যদিও টুইটার হ্যান্ডল থেকে বলা হয়, এটি নেহাতই একটি শিল্পকর্ম(Art Work)। তবে বিতর্কের জেরে ছবিটি টুইটার থেকে হাওয়া।
প্রসঙ্গত, এর আগে ভারতীয় বংশোদ্ভূত কানাডাবাসী পরিচালক লীনা মণিমেকালাইয়ের কালী পোস্টার নিয়ে বিতর্ক তুমুল বিতর্ক দেখা দেয়। সেই বিতর্কের আঁচ পৌঁছেছিল সংসদের অন্দরেও। বিপদ বুঝে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রক সেই ছবি আগে ভাগেই উড়িয়ে দিয়েছে।