এটিএমে সাইবার ম্যালওয়্যারের (Malware) কারণে ঝুঁকির মুখে ৩২ লক্ষ ডেবিট কার্ড (Debit Card)। হ্যাকারদের হাতে ৩২ লক্ষ ডেবিট কার্ডের তথ্য চলে যাওয়ায় দেশজুড়ে তুলে নেওয়া হল সেই কার্ডগুলি। কোন্ কোন্ ব্যাঙ্ক রয়েছে সেই তালিকায়?

জানা গিয়েছে, এসবিআই (SBI), এইচডিএফসি (HDFC) থেকে শুরু করে ইয়েস ব্যাঙ্ক (YES BANK),আইসিআইসিআই ব্যাঙ্কের (ICICI BANK) ডেবিট কার্ডগুলি (Debit Card)।এমনকি, এই তালিকায় রয়েছে আইডিবিআই ব্যাঙ্ক (IDBI BANK),সেন্ট্রাল ব্যাঙ্ক (CENTRAL BANK),অন্ধ্র ব্যাঙ্কের (ANDHRA BANK) ডেবিট কার্ডও (Debit Card)।

মোট ১৯টি ব্যাঙ্কের ডেবিট কার্ডের তথ্য হাতিয়ে টাকা তোলার অভিযোগ উঠেছে হ্যাকারদের বিরুদ্ধে। চিন, আমেরিকায় বসে ভারতের বিভিন্ন ব্যাঙ্কের ডেবিট কার্ড থেকে টাকা তোলারও অভিযোগ উঠেছে।

ইতিমধ্যেই নিরাপত্তার খাতিরে ব্লক করে দেওয়া হয়েছে বেশ কিছু ডেবিট কার্ড। অবিলম্বে গ্রাহকদের ডেবিট কার্ডের পিন বদলের পরামর্শ দিচ্ছে ব্যাঙ্কগুলি। আতঙ্কিত না হয়ে ব্যাঙ্ক গ্রাহকদের সতর্ক থাকার পরামর্শই দিচ্ছে ব্যাঙ্কগুলি।

 

 

 

আরো পড়ুন:TMC:পঞ্চায়েত ভোট দিতে হবে বুথে থাকা তৃণমূল এজেন্টদের দেখিয়ে! বিতর্কিত নিদান তৃণমূল পঞ্চায়েত সদস্যার