কলকাতা হাইকোর্টের নির্দেশে শুক্রবার নদিয়ায় (TMC) তৃণমূল কংগ্রেস বিধায়ক তাপস সাহার বাড়িতে অভিযান

চালায় সিবিআই। আলমারি ভেঙে তল্লাশি চালায় সিবিআই অফিসাররা।

তার মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে। তাকে জেরা করা হচ্ছে এবং নথিপত্র পরীক্ষা করছে সিবিআই আধিকারিকরা।

তৃণমূল (TMC) বিধায়কের তেহাট্টার বাড়িতে হানা দিল সিবিআই। শুক্রবার বিকেলে কেন্দ্রীয় নিরাপত্তা কর্মীদের সঙ্গে সিবিআইয়ের একটি দল তেহাট্টার কাদুইগাছি পৌঁছায়।

উল্লেখ্য, তাপস সাহার বিরুদ্ধে ইতিমধ্যেই নিয়োগ কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। তবে তার বিরুদ্ধে আনা সব অভিযোগই মিথ্যা বলে দাবী করেন তিনি।

এরপরই সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। তাপস সাহার বাড়িতে অভিযান চালায় সিবিআই দল। গত শুক্রবার তৃণমূল কংগ্রেসের আরেক বিধায়ককে গ্রেফতার করেছে সিবিআই।

বিধায়ক তাপস সাহার বাড়ি কেন্দ্রীয় সেনাবাহিনীর ১২ থেকে ১৫ জন সৈন্য দ্বারা ঘিরে ছিল।

সিবিআই আধিকারিকরা একে একে বাড়িতে প্রবেশ করেন। তাপস সাহা ঘরের ভেতরে তদন্তকারীরা ঢোকার পর বাইরের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়।

বিধায়কের অফিসেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। সিবিআই ইতিমধ্যেই ওই দফতরের অনেক কিছু খতিয়ে দেখছে।

এক বছর আগে তাপস সাহার বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ ওঠে।

শাসক দলের বিধায়কের বিরুদ্ধে বিভিন্ন সরকারি অফিসে চাকরি দেওয়ার অজুহাতে প্রায় ১৬ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

রাজ্যের দুর্নীতি দমন শাখা বা সিআইডি তদন্ত শুরু করেছে। তার বিরুদ্ধে হাইকোর্টে মামলা হয়।

যদিও পরে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থার নির্দেশে তাপস সাহার বিরুদ্ধে সিবিআই তদন্তেরও নির্দেশ দেয় সিবিআই।

আদালত বলেছিল, একই ধরনের মামলা দুটি ভিন্ন সংস্থা তদন্ত করলে সমস্যা হবে।

আজ খোদ কলকাতা হাইকোর্টে পুরসভার নিয়োগে দুর্নীতির মামলায় সিবিআই তদন্তের নির্দেশও দিয়েছে হাইকোর্ট।