নববর্ষ মানেই প্রতিটা বাঙালির যেনো এবার নতুন করে নিজেকে ও তার আশেপাশের পরিবেশকে সাজিয়ে তোলার শুভ সূচনার কথা মনে করিয়ে দেয়। নববর্ষের আগে গড়িয়াহাট, নিউ মার্কেটে গিয়ে কেনাকাটি, দরাদরির চিত্রটা যেনো এখনো একই আছে। ঠিক সেরকমই বর্তমানে জি বাংলার “তোমার খোলা হাওয়া” ধারাবাহিকের নায়িকা স্বস্তিকার আগের ও বর্তমান নববর্ষ কেমন ছিল এবং আছে? সেই নিয়েই এবিপি আনন্দকে নিজের মনের কথা জানালেন তিনি।

স্বস্তিকা (Swastika Dutta) বলছেন, ‘আমি কিছুটা একান্নবর্তী পরিবারে বড় হয়েছি। ছোটবেলা থেকেই দেখে এসেছি, নববর্ষ মানে বাড়িতে পাপোষ থেকে শুরু করে বিছানার চাদর, ঠাকুরের পোশাক… সমস্ত নতুন। সেই দিনটা ছুটি থাকত। স্কুল, কলেজ, পড়াশোনা থাকত না। দুপুরবেলা অনেক রকম লোভনীয় রান্না করতেন আম্মা আর মা। পরিবারের সঙ্গেই বছরের শুরুটা কাটত। এখন অবশ্য ছবিটা অনেকটা বদলেছে।

যেমন ছোটবেলার নববর্ষে অনেক জামা পেতাম। আম্মা, দাদা (দাদু) সব্বাই ছিলেন, এখন সেটা কেবল বাবা মা-তে এসে ঠেকেছে। আমার অবশ্য উদ্যোগ করে ওঁদের কখনও কিছু দেওয়া হয়ে ওঠে না। নববর্ষের দিনটা আমার সাধারণত শ্যুটিং থাকে বা অন্যান্য অনুষ্ঠান। তবে ছুটি পেলে এখনও নববর্ষের দিনটায় আমার প্রথম পছন্দ পরিবার সঙ্গেই সময় কাটানো। আর হ্যাঁ, এখনও একটা জিনিস আমি মেনে চলি। নববর্ষে আমার বাড়ির ঠাকুরকে নতুন পোশাক পরাই.. এটা বদলায় না কখনও।’

তবে এখন কিভাবে কাটান তিনি তার নতুন বছরের প্রথম দিন? প্রশ্ন করতেই স্বস্তিকা (Swastika Dutta) জানান, ‘আমি একটু ওল্ড স্কুল। এখনও ওই কথাটায় বিশ্বাস করি যে বছরের প্রথমে যেটা করবে, সারা বছর সেটা করবে। সময়ের সঙ্গে সঙ্গে নববর্ষ বদলেছে, বাস্তবকে চিনতে শিখেছি বয়সের সঙ্গে সঙ্গে। তবে নববর্ষ মানে নতুনের ছোঁয়া.. এই অনুভূতিটা এখনও বদলায়নি। প্রত্যেক বাঙালি বাড়ির মতো আমার বাড়িতেও এটাই পালন করা হয়। ভাল লাগে বেশ।’

আরো পড়ুন: North Dumdum Municipality:ধাবা দখলকে কেন্দ্র করে সৃষ্টি গন্ডগোল!আহত ধাবা কর্মী

Image source-Google

By Torsha