২ রা মে, ২০২১ সালে বিধানসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর লাগামহীন সন্ত্রাস চলে কেশপুরে! বিজেপি (BJP) করার অপরাধে বাড়িছাড়া হতে হয় কয়েকশ বিজেপি কর্মীকে। তারপর থেকে এলাকায় বিরোধী শূন্য রাজনীতি চালায় শাসক দল তৃণমূল কংগ্রেস! ২০২১ এর পর এই প্রথম বার কেশপুর এর বুকে বিজেপির জনসভা।

তবে শুভেন্দু অধিকারীর পর এবার সুকান্ত মজুমদারের সভাকে ঘিরেও দেখা দেয় জটিলতা। গ্রামবাসীরা মাঠে সভা করার লিখিত অনুমতি দিলেও, পরে পুলিশের চাপে মৌখিক বাতিল করার কথা বলে।

তবে বিজেপি কেশপুর দক্ষিণ মণ্ডলের সভাপতি শুভেন্দু সামন্ত জানিয়েছেন, আমাদেরকে গ্রামবাসীরা লিখিত পারমিশন দিয়েছিল মাঠে সভা করার। পরে পুলিশ প্রশাসনের চাপে তারা না বলছে। তবে আমরা এখনো কোন বাতিলের চিঠি পায়নি। বিকেল তিনটের সময় বিশ্বনাথপুর মাঠে বিজেপির জনসভা হবে। পাশাপাশি প্রচুর লোক সভায় আসবে বলেই আশাবাদী তিনি।

এদিকে আজ সকালে দেখা যায় সভার অনুমতি না পেয়ে শেষমেষ শুভেন্দুর পথে হাঁটলেন বিজেপির রাজ্যসভাপতি সুকান্ত মজুমদার।কেশপুরে সভার অনুমতি না পেয়ে বিচারপতি মান্থার এজলাসেই মামলা করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।অবশ্য মঙ্গলবার দুপুরে বিচারপতি সুকান্তকে সভা করার অনুমতি দেন।

 

আরো পড়ুন:Mass wedding:স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে গণবিবাহ!বাঙালি রীতি মেনে সাত পাকে বাঁধা পড়লেন ৩ যুগল